৩০ লক্ষের গণ্ডি পার করল ভারত। তবে সেটা করোনা আক্রান্তের সংখ্যায়। আসলে একদিনে ফের করোনা আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ২৩৯ জন। যার জেরে গোটা দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩০ লক্ষ ৪৪ হাজার ৯৪০। রবিবার স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩০ লক্ষ ৪৪ হাজার ৯৪০। আর দেশে বর্তমানে করোনাভাইরাসে মৃত্যু হার রয়েছে ১.৮৬ শতাংশে। গত শনিবার এই হার ছিল ১.৮৭ শতাংশ।
গত ২৪ ঘন্টায় করোনা থাবায় প্রাণ হারিয়েছেন ৯১২ জন। দেশে এখনও পর্যন্ত করোনাভাইরাসের বলি ৫৬ হাজার ৭০৬ জন। গত ৭ আগস্ট পর্যন্ত ভারতে কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন ২০ লক্ষ মানুষ। ওই দিন পর্যন্ত ভারতে মোট করোনারোগীর সংখ্যা বেড়ে হয়েছিল ২০ লক্ষ ২৭ হাজার ৭৪। তার ১৬ দিনের মাথায় দেশে করোনার আক্রান্তের সংখ্যা ৩০ লক্ষ পার করল।
পরিসংখ্যান বলছে, ২০৬ দিনে ভারতে মোট করোনারোগীর সংখ্যা ৩০ লক্ষের গণ্ডি পার করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দৈনিক নমুনা পরীক্ষায় আরও জোর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩ কোটি ৪৪ লক্ষ ৯১ হাজার ৭৩টি। আইসিএমআর সূত্রে খবর, কোভিড–১৯ ভ্যাকসিন সম্পর্কিত খবরের জন্য নির্দিষ্ট একটি পোর্টাল তৈরির কাজ চলছে। আগামী সপ্তাহের মধ্যেই ওই পোর্টালটি চলে আসবে।