'All students of class 11 are promoted.The incomplete exams will be held on the month of June.' Today Mamata declyered.
লিড নিউজ

সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে চলছে লকডাউন। দ্বিতীয় দফায় তা বেড়ে হয়েছে ৩ মে। রাজ্য অবশ্য আগেই ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছিল। তার মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের সম্পত্তির হিসেব জমা দেওয়ার সময়সীমা বাড়ল। সম্পত্তির হিসাব জমা দেওয়ার সময়সীমা ৩০ জুন করা হল। নবান্নে সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ফলে এখন খুশির হাওয়া কর্মী মহলে।
সরকারি নিয়ম অনুযায়ী, প্রত্যেক সরকারি কর্মচারীকে এপ্রিল মাসে নিজের সম্পত্তির হিসাব জমা দিতে হয়। এবার লকডাউনের জেরে অফিস ছুটি। তাই সম্পত্তির হিসেব জমা দেওয়ার ক্ষেত্রে বাধার সম্মুখীন হয় সরকারি কর্মীরা। এই সমস্যা সমাধানে সম্পত্তির হিসেব জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যা এককথায় জনমুখী বলা চলে।
এদিন সম্পত্তি দলিলের ক্ষেত্রে ই–রেজিস্ট্রেশনও শুরু করল রাজ্য সরকার। তার জন্য কোথাও যেতে হবে না। বাড়িতে বসেই এটা করা যাবে। অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র নথিভুক্ত করতে হবে। তবে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এখন বায়োমেট্রিক নেওয়া যাচ্ছে না। লকডাউন উঠে গেলে সংশ্লিষ্ট অফিসে গিয়ে বায়োমেট্রিক দিয়ে প্রয়োজনীয় কাগজ সংগ্রহ করতে হবে। তার আগে ডিজিটাল পেপার ব্যবহার করা যাবে। রেজিস্ট্রেশনের টাকাও আরও ২০ শতাংশ কমিয়ে দিয়েছে রাজ্য সরকার।