আজ, গুরু নানক জয়ন্তী। গুরু নানকের জন্ম দিবস উপলক্ষে ভারত-পাকিস্তানের মধ্যে কর্তারপুর করিডোর খুলে দেওয়া হয়। এই কর্তারপুর করিডোর দিয়েই পাকিস্তানের দরবার সাহিব কর্তারপুর যেতে হয়। শিখ সম্প্রদায় যাতে এই উত্সবে অংশগ্রহণ করতে পারেন সেজন্য বুধবারই এই করিডোর খোলা হয়। দেশবাসীকে গুরুনানকের আবির্ভাব দিবসের অভিনন্দন জানিয়ে সকাল ৯ টায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেন,’ আমাদের সরকার সেবা ভাবনায় চলে, কৃষকদের অসুবিধাকে কাছ থেকে দেখেছি,”কৃষক কল্যাণকে অগ্রাধিকার দিয়েছি, দেশের বেশিরভাগ কৃষক ক্ষুদ্র কৃষক, এই সব কৃষকদের জীবন আটকে ছোট মাপের জমিতে, প্রজন্মর পর প্রজন্ম সেই জমি উত্তরাধিকার সূত্রে আরও ছোট হয়েছে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র কৃষকদের সুবিধা দেওয়া হয়েছে।”
আজ কেন্দ্রের কৃষি বাজেট আগের তুলনায় পাঁচ গুণ বেড়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, প্রায় সওয়া লক্ষ কোটি টাকা কৃষি খাতে খরচ করা হচ্ছে। কৃষকদের জন্য নেওয়া হচ্ছে নানা ধরনের পদক্ষেপ।
আজকের এই ভাষণ থেকে তিনি ঘোষণা করেন, ”কৃষকদের জন্যই আনা হয়েছে ৩ কৃষি আইন, সংসদে আলোচনার পরেই কৃষি আইন আনা হয়েছে, ৩ আইনকে স্বাগত জানিয়েছেন অনেক কৃষক সংগঠনই, এই আইন আনার পিছনে সত্ উদ্দেশ্য ছিল, কয়েকজন কৃষককে আমার বোঝাতে পারিনি, আমরা কৃষকদের কথা বোঝার আপ্রাণ চেষ্টা করেছি, ২ বছর আইন প্রয়োগ বন্ধ রেখেছি, ৩ কৃষি আইনকে প্রত্যাহার করছি।”