ফের গুলির শব্দে কেঁপে উঠল উপত্যকা। সকালের এনকাউন্টার জম্মু–কাশ্মীরে ঘুম ভাঙে উপত্যকাবাসীর। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল তিনজন সন্ত্রাসবাদীর। সোমবার সকালে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় তিন জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। জঙ্গিদের পরিচয় জানা যায়নি বলে কাশ্মীর পুলিশ সূত্রে খবর। ওই এলাকায় আরও কোনও সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে গোটা এলাকায় চলছে চিরুনি তল্লাশি। ঘটনাস্থল থেকে বেশকিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে বাহিনী।
গোপন সূত্রে খবর মেলে, অনন্তনাগ জেলার খুলচোহর এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। তারপরই নিরাপত্তাবাহিনী তল্লাশি অভিযান শুরু করে। সেই তল্লাশি অভিযান থেকেই দু’পক্ষে সংঘর্ষ শুরু হয়। সন্ত্রাসবাদীরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করলে পালটা গুলি ছোঁড়ে বাহিনীও। তীব্র গুলিবিনিময়ে মৃত্যু হয় তিনজন সন্ত্রাসবাদীর। গত শুক্রবারই জম্মু–কাশ্মীরের ত্রাল এলাকায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তীব্র গুলিবিনিময়ে মৃত্যু হয় ৩ সন্ত্রাসবাদীর।
সেনাবাহিনী সূত্রে খবর, ঘটনাস্থল থেকে একটি একে ৪৭ অ্যাসল্ট রাইফেল ও দু’টি পিস্তল উদ্ধার করা হয়েছে। এর আগে ২৬ জুন গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তাবাহিনী পুলওয়ামা জেলার চেওয়া উল্লারে তল্লাশি অভিযানে নেমে তিন সন্ত্রাসবাদীকে খতম করেছিল।