পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে। তারপর পেরিয়ে গেছে এক সপ্তাহ। কিন্তু এখনও জেলায় জেলায় পাওয়া যাচ্ছে ব্যালট ও ব্যালট বক্স। কখনও পুকুর পাড়ে, কখনও আস্তাকুড়ে, কখনও আবার রাস্তার পাশ থেকে উদ্ধার হচ্ছে ব্যালট পেপার।।
এবার গণনা কেন্দ্র থেকে মিলল সিল করা তিনটি ব্যালট বক্স। এই বিষয়টি নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।জানা গিয়েছে, মালদার অন্যতম গণনা কেন্দ্র হয়েছিল গাজোল হাজি নাকু মহঃ উচ্চ বিদ্যালয়। গাজোল ব্লকের ৩ টি জেলা পরিষদ, ৪৫ টি পঞ্চায়েত সমিতি সহ প্রায় ৩০০’র বেশি গ্রাম পঞ্চায়েতের ভোটের গণনা করা হয় সেখানে। সেই বিদ্যালয়ের একটি ঘর থেকে সিল প্যাক করা তিনটি ব্যালট বাক্স উদ্ধার হয়েছে। বিষয়টি দেখে সঙ্গে সঙ্গে খবর যায় বিডিও-র কাছে। নির্দেশ পেয়ে ব্যালট বাক্স গুলি নিয়ে যাওয়া হয়। ব্যালট বক্সগুলি সকলের নজর এড়িয়ে ওখানে কিভাবে রয়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।