রেললাইন থেকে ফিশপ্লেট খুলে তা লাইনের উপর রেখে দেওয়ার মত গুরুতর অভিযোগে গ্রেফতার ৩ রেল কর্মী। ঘটনা গুজরাটের। বিগত কয়েকমাসে দেশজুড়ে সামনে আসে রেল সংক্রান্ত বেশ কিছু উদ্বেগজনক ঘটনা। যেমন, কখনও একই লাইনে চলে আসছে দুটি ট্রেন, কখনও সিগন্যালিংয়ের গড়বড়, কখনও আবার লাইনের উপর গ্যাস সিলিন্ডার, কখনও সিমেন্টের ব্লক, কখনও আবার লোহার রড ফেলে রাখার ঘটনা। দেশজুড়ে ঘটে চলা একাধিক ট্রেন দুর্ঘটনার পিছনে এই কারণ গুলিই উঠে এসেছে। কিন্তু প্রশ্ন উঠছে, প্রতিবারই কি দুর্ঘটনা ঘটছে নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে বড় কোনও ষড়যন্ত্র?
গত ২১ সেপ্টেম্বর কোশাম্বী এবং কিম স্টেশনের মাঝে রেললাইন থেকে ফিশপ্লেট খুলে নেওয়ার অভিযোগ ওঠে। লাইনের বেশ কিছু বোল্টও খুলে রাখা হয়েছিল। ওই লাইন ধরে ট্রেন গেলেই বহু প্রাণহানি ঘটত। কিন্তু ট্র্যাকম্যান সুভাষ এবং তাঁর দুই সঙ্গী সেই ফিশপ্লেট খুলে রেখে দিয়েছিলেন বলে জেরায় পুলিশকে জানিয়েছেন। খোলা সেই ফিশপ্লেটের ছবি ঊর্ধ্বতনদের পাঠিয়েও ছিলেন তাঁরা। এমন ভাবে গোটা ঘটনাটিকে সাজিয়েছিলেন যা দেখে মনে হত, দুষ্কৃতীরা সেই কাজ করেছিল, আর তাঁরাই ফিশপ্লেট খোলা অবস্থায় দেখে ট্রেনের চালক এবং স্টেশনমাস্টারকে সতর্ক করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। রাতের দায়িত্বে থাকা ওই তিন জনের বিরুদ্ধে সন্দেহ দৃঢ় হয় পুলিশের। তাঁদের জেরা করতেই আসল ঘটনা প্রকাশ্যে আসে। জেরায় ধৃতেরা জানিয়েছেন, রেলের তরফে পুরস্কার পাওয়ার লোভেই তাঁরা নাকি এ কাজ করেছেন।
রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে। বিষয়টির তদন্ত করা হচ্ছে। শুরু হয় তদন্ত। সেই ঘটনায় এবার ৩ রেলকর্মীকে গ্রেফতার করা হল। অভিযোগ, এরাই এই দুষ্কর্মের ষড়যন্ত্র করেছিল।