২০২২ এর শিক্ষারত্ন পুরষ্কারের জন্য নাম ঘোষণা করেছে রাজ্য সরকার। দক্ষিণ ২৪ পরগণা জেলার ঝুলিতে এবার এসেছে ৩ টি শিক্ষারত্ন। জেলার ৩ শিক্ষারত্নই আবার ডায়মন্ডহারবারের। আর যার ফলে উছ্বসিত ডায়মন্ডহারবারের শিক্ষানুরাগী ব্যক্তিরা।
এবছর দক্ষিণ ২৪ পরগণা জেলার শিক্ষারত্ন প্রাপকরা হলেন প্রফেসার জয়ন্ত মাইতি। ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদ্যা বিভাগের প্রফেসার। শিক্ষাক্ষেত্রে একাধিক অবদানের ছাপ রাখায় তাঁকে এই পুরষ্কার দেওয়া হয়েছে।
অপরজন হলেন শুভেন্দু ঘোষ ফলতার হরিণডাঙ্গা হাইস্কুলের শারীরশিক্ষার শিক্ষক। দক্ষিণ ২৪ পরগণা জেলায় খেলাধুলার মানোন্নয়নে একাধিক কাজ করেছেন তিনি। যার স্বীকৃতি হিসাবে এই পুরষ্কার দেওয়া হয়েছে তাঁকে।
করোনা মহামারির সময় খেলাধুলার মানোন্নয়নে তিনি অনলাইন ওয়ার্কশপের আয়োজন করেছিলেন। এছাড়াও প্রান্তিক বিভিন্ন এলাকা থেকে খেলাধূলার মানোন্নয়নে ছাত্রছাত্রীদের বেছে তুলে আনার কাজ করেন তিনি। এবং খেলাধুলার নতুন নিয়ামাবলি সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করেন তিনি। তাঁর এই অসামান্য কাজের স্বীকৃতি হিসাবে এই পুরস্কার দেওয়া হচ্ছে তাঁকে। তাঁর এই সাফল্যে খুশি তাঁর সহকর্মীরা।
জেলার অপর শিক্ষারত্ন প্রাপক হলেন ফলতার ফলতা এফপি স্কুলের প্রধান শিক্ষক তিলক নস্কর। ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করতে সমগ্র স্কুল চত্বরটিকে তিনি শিশুবান্ধব হিসাবে গড়ে তুলেছেন। স্কুল প্রাঙ্গণে মরশুমি সবজি চাষ, কৃত্রিম পুকুর তৈরী করে মাছচাষ, শিশুদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন কার্টুন চরিত্রের নির্মাণ সহ একাধিক কাজের স্বীকৃতি হিসাবে তাঁকে এই পুরষ্কার দেওয়া হচ্ছে। এই পুরষ্কার পেয়ে খুবই খুশি তিনি।
সোমবার শিক্ষক দিবসে এই পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হয়।