যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় আরও তিনজন পড়ুয়াকে গ্রেফতার করল পুলিশ। যাদবপুর পড়ুয়া মৃত্যুকাণ্ডে এই নিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, শেখ নাসিম আক্তার, হিংমাশু কর্মকার, সত্যব্রত রায় নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে শেখ নাসিম যাদবপুরের প্রাক্তনী। বাকি দু’জন এখনও বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন। জানা গেছে, নাসিম রসায়ন নিয়ে যাদবপুরে পড়াশুনা করেছেন। স্নাতকোত্তর পাশ করার পর হস্টেলেই থাকতেন তিনি। এদিকে, হিমাংশু গণিত ও সত্যব্রত কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশুনা করেন বিশ্ববিদ্যালয়ে। এই তিনজনের মধ্যে সত্যব্রতকে আগেও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল। শুক্রবার এই তিনজনকেই জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করা হয়েছিল। কিন্তু, তিনজনের বয়ানেই অসঙ্গতি থাকায় গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ওইদিন রাতে ঘটনার সময় এই তিনজনই উপস্থিত ছিলেন হস্টেলে। এরপরই তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত্যুর আগে স্বপ্নদীপের সঙ্গে শারীরিক ও মানসিক ও অত্যাচার করা হয়। এই ঘটনায় পুলিশ প্রথমেই সৌরভ চৌধুরী নামে এক প্রাক্তনীকে গ্রেফতার করেছিল। তারপর তাঁর সূত্র ধরেই বাকিদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত তিন পড়ুয়াই সৌরভের খুব কাছের।
