ব্রেকিং নিউজ রাজ্য

সন্দেশখালি কান্ডে গ্রেপ্তার আরও ৩

সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় সোমবার সন্ধ্যায় আরও তিনজনকে গ্রেফতার করা হল। এর মধ্যে আছে শেখ শাহজাহানলনের অত্যন্ত ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা সহ আরও দুইজন। কিছুদিন আগেই শেখ শাহজাহানকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ।

হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে গেলে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়। ইতিমধ্যে শেখ শাহজাহানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় একের পর এক তথ্য উঠে এসেছে।

উল্লেখ্য, ৫ জানুয়ারি কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ৮ প্রতিনিধি দল সরবেড়িয়া আকুঞ্জিপাড়ায় রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানের বাড়িতে যান। কিন্তু সেখানে তাঁরা হামলার শিকার হন। এই ঘটনার পরই ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয় সরবেড়িয়া আআগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা-সহ বেশ কয়েকজনকে।