রামপুরহাটের নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনার তদন্ত চালাচ্ছে রাজ্য এবং কেন্দ্র পাশাপাশি তার আগে তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনার তদন্ত চলছে। ভাদু শেখ খুনের ঘটনায় গ্রেপ্তার আরও তিনজন। শেরা শেখ, সঞ্জু শেখ ও রাজা শেখ নামে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বীরভূম জেলা পুলিশ।
মালদহ, রামপুরহাট ও ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। গত ২১ মার্চ রাতে বীরভূমের রামপুরহাটের বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। এই ঘটনায় ১০ জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়। আগেই হানিফ শেখ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপপ্রধান ভাদু শেখ হত্যা কাণ্ডের তদন্ত সিবিআই নাকি পুলিশই করবে, তা নিয়ে গত সোমবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে। এখনও সেই মামলায় কোনও রায় দেয়নি হাই কোর্ট। তারই মাঝে মঙ্গলবার আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বুধবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। পাশাপাশি, ভাদু শেখ খুনের ঘটনায় এফআইআরে নাম থাকা বাকি অভিযুক্তদের খোঁজেও চলছে জোর তল্লাশি।
অন্যদিকে, রামপুরহাট গণহত্যা লীলার কিনারা এখনও করতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী দল। এখনো পর্যন্ত ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরো ৩জন।