বিএসএফের বড়সড় সাফল্য। ভারত-বাংলাদেশ সীমান্তে অভিযান চালিয়ে নদীয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ১ কেজি ৬৭০ গ্রাম সোনাসহ মোট তিনজনকে গ্রেফতার করল বিএসএফ।
রবিবার বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন নদীয়া জেলার পুট্টিখালির সীমান্তে জওয়ানরা স্থানীয় এলাকায় একটি বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে বিভিন্ন আকৃতির ১৪টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২৮ লক্ষ টাকা।
জানা গেছে, একটি স্কুটিতে এক আরোহী সোনা বহন করছিলেন। বাকি দুজন ওই সোনার চালান সংগ্রহ করতে এসেছিলেন এবং পরে সেই সোনা বহনকারীরা রানাঘাট রেলওয়ে স্টেশনে অন্য এক অজ্ঞাত ব্যক্তির কাছে সেই চালান তুলে দেওয়ার পরিকল্পনা করেছিল।
বিএসএফ সূত্রে জানা গেছে, শনিবার পুট্টিখালীর সীমান্ত জওয়ানরা স্থানীয় একটি এলাকায় সম্ভাব্য সোনা পাচারের সুনির্দিষ্ট তথ্য পায়।
খবর পেয়ে বিএসএফ জওয়ানরা সন্দেহভাজন এলাকায় একটি বিশেষ অতর্কিত হামলা চালায়। অতর্কিত হামলার সময়, বিএসএফ জওয়ানরা একটি মোটরবাইকে ভ্রমণরত ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা জানায় যে এক ব্যক্তি গেদে থেকে সোনার একটি চালান নিয়ে আসছিল এবং রানাঘাটে পৌঁছে দেওয়ার জন্য তাদের কাছে হস্তান্তর করার কথা ছিল। মাঝদিয়া-গাজনা রোড থেকে একটি স্কুটিতে করে তৃতীয় ব্যক্তিকে আসতে দেখে বিএসএফ জওয়ানরা তাৎক্ষণিকভাবে তাকে আটক করে এবং গাড়ির তল্লাশির সময় কালো টেপে মোড়ানো ৩টি প্যাকেট উদ্ধার করা হয়। তিনটি প্যাকেট খুলে ১২টি ছোট আকৃতির ও ২টি বড় আকৃতির সোনার বার পাওয়া যায়। ঘটনায় গ্রেফতার হওয়া তিন জনকে মাজদিয়ার কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করে বিএসএফ।