ভোরবেলা রাজস্থানের একটি মন্দিরে মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার সকালে পুজো দিতে গিয়ে ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত তিনজনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনা ঘিরে তুমুল আতঙ্ক ছড়িয়েছে মন্দির চত্বরে। ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
সূত্রে মারফত জানা গিয়েছে, সোমবার সকালে পুজো দেওয়ার জন্য ভোর থেকে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। রাজস্থানের শিকারে খাটু শ্যামের মন্দিরের দরজা খুলে দেওয়া হয় ভোর ৫টা নাগাদ। তাতেই হুড়োহুড়ি পড়ে যায়। আর ঠিক সেই সময়েই ঘটে যায় দুর্ঘটনা। আহতদের মধ্যে দুজনকে রাজ্যের রাজধানীর একটি হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশের অনুমান, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের মধ্যে একজনকেই শুধু চিহ্নিত করা সম্ভব হয়েছে। বাকিদের শনাক্তকরণের চেষ্টা চলছে।
দুর্ঘটনার খবর পেয়েই পরিস্থিতির খোঁজ নেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করে লিখেছেন,”শিকারে খাটুশ্যাম জির মন্দিরে পদদলিত হয়ে ৩ জন মহিলা ভক্তের মৃত্যু খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। আমার গভীর সমবেদনা শোকসন্তপ্ত পরিবারের সাথে, ঈশ্বর তাদের এই ক্ষতি সহ্য করার শক্তি দিন। প্রয়াতদের আত্মার শান্তি কামনা করি।”
ঘটনায় শোক জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন,“রাজস্থানের শিকারে খাতু শ্যামজি মন্দির কমপ্লেক্সে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় দুঃখিত। প্রার্থনা করি যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”