দেশ লিড নিউজ

সুখবর, ৩ শতাংশ ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের

ফের বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা। ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে অর্থমন্ত্রক। কেন্দ্র সরকারের অবসরপ্রাপ্ত কর্মীরাও এই সুবিধা পাবেন। এতদিন ডিএ ছিল বেতনের ২৮ শতাংশ। এবার তা মিলবে ৩১ শতাংশ। অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর এই সুখবর টুইট করে জানিয়েছেন।
করোনা আবহে দেশের অর্থভাণ্ডারে সাময়িক টান পড়ায় গত এক বছরের ডিএ বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। তবে বর্তমান সময়ে কিছুটা সংকট কাটিয়ে উঠেছে কেন্দ্র। তাই এবার ডিএ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থমন্ত্রক।
বৃহস্পতিবার বৈঠকে বকেয়া ডিএ দেওয়ার সিদ্ধান্তে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ঠিক হয়, ৩ শতাংশ হারে বাড়ছে ডিএ এবং ডিআর। এই ডিআর পেনশনভোগীদের জন্য। যা মিলবে ২০২১ এর ১ জুলাই থেকে।কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
অন্যদিকে, রাজ্য সরকারের কাছে একই হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি তুলেছে রাজ্য কো-অর্ডিনেশন কমিটি অর্থাৎ সিপিএম সমর্থিত কর্মী সংগঠন।