বাইরে ঝলসানো গরম! এর মধ্যে কলকাতার চাঁদনি চক এলাকায় আচমকা জ্বলে ওঠে রাস্তার ধারে দাঁড় করানো একটি গাড়ি। তারপর সেই গাড়ির আগুন ছড়িয়ে পড়ে পাশে দাঁড়িয়ে থাকা আরও দু’টি গাড়িতে।
বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটেছে। তবে আগুনের কবলে পড়ে কোনও গাড়ির চালক বা সওয়ারির ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন।ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। কীভাবে অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখছে দমকল।
তবে প্রবল গরমের কারণে যান্ত্রিক গোলযোগে এমনটা হতে পারে বলে ধারণা দমকল কর্মীদের।
You must be logged in to post a comment.