দেশ ব্রেকিং নিউজ

‘‌অনলাইন শিক্ষায় ২জি যথেষ্ট’‌

করোনার জেরে বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠান। এখন পড়াশোনার একমাত্র মাধ্যম অনলাইন শিক্ষা। কিন্তু কাশ্মীরে তাতেও সমস্যা রয়েছে বলে খবর। এখানে সমস্যা থাকার কথা নয়। কারণ এখন এটি কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে সমস্যা কোথায়?‌ সমস্যার মূল কারণ, ইন্টারনেটের গতিরোধ। বাকি দেশে যখন ৪জি ইন্টারনেট চলছে কাশ্মীরে তখন তা ২জি–তেই সীমাবদ্ধ। সেটা বাড়ছে না। ফলে পড়াশোনায় বাধা হচ্ছে ২জি পরিষেবা।
যদিও কেন্দ্রের দাবি, ২জি স্পিডের ইন্টারনেটই অনলাইন শিক্ষার জন্য যথেষ্ট। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জেকে রেড্ডি জানান, কাশ্মীরে ফিক্সড লাইনে ইন্টারনেট পরিষেবা চালু রয়েছে। সেখানে কোনও গতির নিয়ন্ত্রণ নেই। ২৪ জানুয়ারি ২০২০ সাল থেকে ২জি মোবাইল পরিষেবাও পাওয়া যাচ্ছে। মার্চ থেকে তুলে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া সাইটের উপর থেকে নিষেধাজ্ঞা। দেশের নিরাপত্তার স্বার্থেই তা করা হয়েছে।
এই মন্তব্যের পর যখন বিতর্ক তুঙ্গে উঠেছে তখন তিনি সাফাই দেন, ২জি মোবাইল ইন্টারনেট স্পিড সাধারণ জনগণ ও স্বাস্থ্যকর্মীদের কাছে কোভিড নিয়ন্ত্রণ ও সেই সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাধা হয় না। ই–শিক্ষা অ্যাপ এবং সরকারের ই–শিক্ষা ওয়েবসাইটও ২জি ইন্টারনেট স্পিডে দিব্যি ব্যবহার করা যায়। ই–বুক এবং অন্য স্টাডি মেটিরিয়ালও ডাউনলোড করা সম্ভব।
উল্লেখ্য, ২০১৯ সালের আগস্ট মাসে জম্মু–কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদা তুলে দিয়ে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর থেকেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। পরে জানুয়ারি থেকে ২জি মোবাইল পরিষেবা শুরু করা হয়।