As of August 26, the total number of corona active cases in the state at the moment is 26,349. The total number of corona cases in the state increased to 1 lakh 53 thousand 754 people. So far, a total of 3,063 people have been killed.
রাজ্য

একদিনে করোনা সংক্রমিত ২,৯৮২, মৃত ৫৬

রাজ্যের কী আনলক ফোরে গা ভাসানো উচিত?‌ এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। কারণ পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণে তেমন কোনও পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টাতেও বাংলায় আরও ২,৯৮২ জন মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১,৫৩,৭৫৪। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৫৬ জনের।
এদিকে চিন্তা থেকে যাচ্ছে করোনায় মৃত্যুর সংখ্যা ঘিরে। গত ২৪ ঘণ্টায় করোনায় এই রাজ্যে মৃত্যু হয়েছে আরও ৫৬ জনের। ২৮ আগস্টের হিসেব অনুযায়ী এই মুহূর্তে রাজ্যে মোট করোনা অ্যাক্টিভ কেস ২৬,৩৪৯। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৫৩ হাজার ৭৫৪ জন। এখনও পর্যন্ত মোট ৩ হাজার ০৭৩ জন করোনার বলি হলেন। উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্নে বলেছেন, বাংলায় করোনায় মৃত্যুহার ২ শতাংশের নিচে নেমে গিয়েছে।
অন্যদিকে কলকাতায় সংক্রমণের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা সংক্রমিত হয়েছেন ৪২৭ জন। কলকাতা করোনা সংক্রমিতের সংখ্যা ৩৮,৮১৫। দৈনিক সংক্রমণের নিরিখে এদিন কলকাতাকে ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে ১ দিনে করোনা সংক্রমিত হয়েছেন ৫৫৪ জন। তবে শুধু কলকাতাতেই করোনায় মত্যু হয়েছে ১,২৪৯ জনের। গত ২৪ ঘণ্টায় শুধু কলকাতাতেই মারা গিয়েছেন ১১ জন। উত্তর ২৪ পরগনায় এখনও পর্যন্ত ৩২ হাজার ৩৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে প্রাণ হারিয়েছেন ৭১১ জন। নতুন করে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭৩০ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের।