নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই ক্রমশ কঠিন হয়ে উঠছে। এই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন একের পর এক চিকিৎসক। এখনও পর্যন্ত মোট ২৯৫ জন চিকিৎসকের শরীরে এই রোগ ছড়িয়ে পড়েছে। সোমবার এই তথ্য জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। এমনকী ১১৬ জন নার্স এবং ২৪৯ জন স্বাস্থ্যকর্মীর শরীরেও কোভিডের উপস্থিতি মিলেছে। প্রথমসারির করোনা যোদ্ধারা এভাবে আক্রান্ত হতে থাকলে আগামীদিনে দেশের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৬ হাজারের কাছে পৌঁছে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় সে দেশে ৪৯৭ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৯১৩ জন। আর একদিনে সাতজনের মৃতের জেরে সংখ্যা পৌঁছয় ১৫২।
বিএমএর মহাসচিব চিকিৎসক এহতেশামুল হক চৌধুরী প্রেস বিবৃতিতে জানিয়েছেন, দেশের মোট আক্রান্তদের মধ্যে ১১ শতাংশ চিকিৎসা পরিষেবার সঙ্গে জড়িত। তার মধ্যে যেমন চিকিৎসকরা আছেন তেমন আছেন নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। ফলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
