টালিগঞ্জের পর এবার বেলঘরিয়া। কোটি কোটি টাকার হদিশ মিলল অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে। প্রায় ১৪ ঘণ্টা অর্পিতা মুখোপাধ্যায়ের ব্লক ৫ এর ৮এ আবাসনের থেকে উদ্ধার হয়েছে নগদ ২৮ কোটির কাছাকাছি টাকা। এছাড়াও ৫ কেজির বেশি সোনা উদ্ধার করেছে ইডির অফিসাররা। উদ্ধার করা হয়েছে কিছু জমির দলিল ও গুরুত্বপূর্ণ নথি।
এদিন অর্পিতার ফ্ল্যাটের বিভিন্ন ওয়্যারড্রোব থেকে উদ্ধার করা হয়েছে ৫০০ ও ২০০০ টাকার নোট। ব্যাঙ্ক কর্মীদের সহায়তায় চারটি অত্যাধুনিক মেশিনের সাহায্যে টাকার গোনার কাজ চলে।
বুধবার সকালেই অর্পিতার বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাটে এ হানা দেয় ইডি আধিকারিকরা। সেখানেও দুটি ফ্ল্যাট আছে অর্পিতার। একটি ব্লক টু এবং অন্যটি ব্লক ফাইভে। ব্লক ফাইভে অর্পিতার ফ্ল্যাটে তালা ভেঙে তল্লাশি চালান ইডির আধিকারিকরা।
এদিন বেলঘরিয়ার ওই ফ্লাটে ঢোকার কয়েক ঘন্টা পর থেকেই বাড়তে থাকে ইডির আধিকারিকদের তৎপরতা। সিজিও কমপ্লেক্স থেকে অতিরিক্ত বাহিনীদেরও ডেকে পাঠানো হয়। বিকেল পাঁচটা নাগাদ তিনটি গাড়ি করে রথতলার ওই ফ্ল্যাটে গিয়ে পৌঁছন ইডি আধিকারিক সহ অতিরিক্ত জওয়ানরা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা ফ্ল্যাট। অন্যদিকে অর্পিতার বালিগঞ্জের আবাসনেও টানা ৯ ঘন্টা তল্লাশি চালিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছেন ইডির আধিকারিকরা।