রাজ্য লিড নিউজ

শঙ্কর আঢ্যের মাধ্যমে রেশন দুর্নীতির ২৭০০ কোটি টাকা পাচার দুবাইয়ে! আদালতকে জানালো ইডি

রেশন দুর্নীতি মামলায় শুক্রবারই গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। তারই মধ্যে রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার আদালতে চাঞ্চল্যকর দাবি ইডির। রেশনে মোট ১০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলেই জানাল ইডির আইনজীবী। যার মধ্যে ২৭০০ কোটি টাকা পাচার হয়েছিল দুবাইয়ে। বিগত প্রায় এক দশক ধরে এই কারবার চলছে। শঙ্কর আঢ্যর সংস্থার মাধ্যমেই ওই বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয় বলে দাবি ইডির।

এদিন ইডির আইনজীবী আদালতে বলেন, “শঙ্করের সঙ্গে সংযুক্ত ৯০টি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার হদিশ পাওয়া গিয়েছে। ওই সব সংস্থার মাধ্যমে এখনও পর্যন্ত প্রায় ২০ হাজার কোটি টাকা বিনিময় করে বিদেশে পাঠানো হয়েছে। এই সব সংস্থা সীমান্ত এলাকায় অবস্থিত, সেখানকার দরিদ্র মানুষের নামে মুদ্রার লেনদেন হতো। ওই টাকার মধ্যে ২ হাজার কোটি বিদেশে পাঠানো হয়েছে।” কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এদিন আদালতে যে পাহাড় প্রমাণ দুর্নীতির হিসেব দেখানো হয়, তা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ বিচারকের। তিনি বলেন, “এটার পর কি বলা যায় এই রাজ্য গরিব!”