আবার খারাপ খবর এলো ইন্দোনেশিয়া থেকে। কারণ নদী–খাদে পড়ল যাত্রীবাহী বাস। আর তার জেরে একসঙ্গে মারা গেল ২৭ জন। আর আহত ৩৯ জন। উদ্ধারকার্যে নেমে পড়েছে পুলিশ। এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। স্বজন হারানো কান্নার হাহাকারে ভিজে গিয়েছে দ্বীপ ঘেরা দেশটি। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বুধবার রাতের দিকে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে। দুর্বল পরিকাঠামোর কারণে ইন্দোনেশিয়ার রাস্তাঘাটে প্রায়শই ঘটে থাকে এই ধরনের পথ–দুর্ঘটনা। এবার দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। সেখানে অনেক মানুষ ছিলেন। এখনও অনেকের দেহ খুঁজে পাওয়া যায়নি। সেই খোঁজের জন্য নেমেছে বিপর্যয় মোকাবিলা দপ্তর।
জানা গিয়েছে, একটি টুরিস্ট বাসে ইসলামিক জুনিয়র হাইস্কুলের পড়ুয়া, পড়ুয়াদের অভিভাবক এবং শিক্ষকদের নিয়ে পশ্চিম জাভার সুবং থেকে তীর্থস্থান তাসিকমালায়ায় গিয়েছিল। সেখান থেকেই সুবংয়ের দিকে ফিরছিল বাসটি। পথে ছিল পাকদন্ডী। বাসটি কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে পথের পাশের ২০ মিটার নীচের এক খাতে পড়ে যায়। আর তার জেরে ২৭ জন মৃত। যে ৩৯ জন আহত তাঁদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
