রাজ্য লিড নিউজ

২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল

অবশেষে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় রায় দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশে এদিন বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার জনের চাকরি। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যাঁরা চাকরি পেয়েছিলেন, চার সপ্তাহের মধ্যে টাকা ১২ শতাংশ সুদ-সহ বেতন ফেরত দিতে হবে। পাশাপাশি ছয় সপ্তাহের মধ্যে এব্যাপারে ডিআই ও জেলাশাসকদের রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

পাশাপাশি ২৩ লক্ষ ওএমআর শিটের পুনমূল্যায়ন করে নতুন প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মামলা সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টে বিশেষ বেঞ্চ তৈরি করে মামলার নিষ্পত্তি করতে হবে ৬ মাসের মধ্যে। সেই মতো কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রশিদিকে নিয়ে ডিভিশন বেঞ্চ গঠন করা হয়। এরপরই শুরু হয় মামলার শুনানি। সেই শুনানি চলে প্রায় সাড়ে তিনমাস। সেই মামলার রায় দান হল সোমবার।