দেশ ব্রেকিং নিউজ

কর্ণাটকে ২৪ নতুন মন্ত্রীর শপথ গ্রহণ

যাবতীয় অশান্তি কাটিয়ে কর্ণাটকের মন্ত্রিসভার সম্প্রসারণ করে ফেললেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কন্নড় রাজ্যের মন্ত্রীপদে শনিবার একযোগে শপথ নিলেন ২৪ জন। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের উপস্থিতিতে শপথ নেন তাঁরা।

এদিন, কর্ণাটকের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা তিম্মাপুর রামাপ্পা বালাপ্পা, এসএস মল্লিকার্জুন, শিবরাজ সাঙ্গাপ্পা তাঙ্গাদাগি, ডঃ শরণপ্রকাশ রুদ্রপ্পা পাতিল, কায়াথাসান্দ্র এন. রাজন্না, দীনেশ গুন্ডু রাও, শরণবাসাপ্পা দর্শনাপুর, শিবানন্দ পাতিল, এইচ কে পাতিল, কৃষ্ণা বাইরেগৌড়া।

এছাড়াও শনিবার কর্ণাটকের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা সন্তোষ লাড, এন এস বোসারাজু, সুরেশ বি এস, এবং মধু বাঙ্গারপ্পা। আরও যাঁরা কর্ণাটকের মন্ত্রী হয়েছেন, তাঁরা হলেন-কংগ্রেস নেতা মানকাল বৈদ্য, লক্ষ্মী হেব্বালকর, রহিম খান এবং ডি সুধাকর। মোট ২৪ জনকে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল থাওয়ার চন্দ গেহলট।

গত ২০ মে মুখ্যমন্ত্রী পদে সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী পদে ডি কে শিবকুমারের পাশাপাশি আরও ৮ জন মন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। কিন্তু দফতর বণ্টন হয়নি। শনিবার মন্ত্রিসভা সম্প্রসারিত হয়েছে।

প্রসঙ্গত, কর্ণাটকে ১০ মের বিধানসভা ভোটে ২২৪ আসনের মধ্যে কংগ্রেস একাই জয় পায় ১৩৫টি আসনে। সেখানে ক্ষমতাসীন বিজেপি আটকে যায় মাত্র ৬৬টি আসনে। এর ফলে দক্ষিণের একমাত্র রাজ্য থেকেও ক্ষমতা হারিয়েছে গেরুয়া পার্টি।