রাজ্য লিড নিউজ

শনিবার ২৪ ঘণ্টার কর্মবিরতি ডাক্তারদের

আরজিকর কাণ্ডের প্রতিবাদে শনিবার ২৪ ঘণ্টার জন্য কর্মবিরতিতে ডাক্তারদের সর্বভারতীয় সংগঠন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ।

আইএমএ জানিয়েছে, শনিবার সকাল ৬টা থেকে রবিবার অর্থাৎ ১৮ আগস্ট সকাল ৬টা পর্যন্ত ডাক্তারদের ধর্মঘট চলবে। এই ২৪ ঘন্টা গোটা দেশের চিকিৎসকরা শুধুমাত্র প্রয়োজনীয় পরিষেবা ছাড়া আর কোনও পরিষেবা দেবেন না।

আইএমএ স্পষ্ট জানিয়েছে, আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী মহিলা চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এই ধর্মঘট।

অন্যদিকে, আরজিকর কাণ্ডে সিকিউরিটি সুপারভাইজার-সহ ১০ জনকে তলব করেছে সিবিআই। অভিশপ্ত ওই রাতে কোন কোন নিরাপত্তারক্ষী কর্মরত ছিলেন। কার কোন কোন ফ্লোরে ডিউটি ছিল, কার্যত তা জানতেই এবার ডিউটি রোস্টার নিয়ে সুপারভাইজারকে তলব করেছে সিবিআই। যে দুই অস্থায়ী নিরাপত্তারক্ষীকে আগেই হাসপাতালের তরফে সাসপেন্ড করা হয়েছিল, তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে বলেই সূত্রের খবর।