মাটিগাড়ায় ছাত্রী খুনের ঘটনায় উত্তপ্ত পাহাড়। ঘটনার প্রতিবাদে শনিবার ২৪ ঘন্টা পাহাড় বন্ধের ডাক দিয়েছে গোর্খা সেবা সেনা। তাদের ডাকা বন্ধকে সমর্থন জানিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা, হামরো পার্টি-সহ বিজেপি। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা, হামরো পার্টি এবং সিপিআরএম। সেকারণেই শনিবার পাহাড়ে ২৪ ঘণ্টা বনধের কর্মসূচি বলে জানিয়েছেন হামরো পার্টির দার্জিলিং মহকুমা শাখার সভাপতি পূরণ তামাং।
তবে বনধ ঘিরে সর্তক রয়েছে অন্য রাজনৈতিক দলগুলিও। বনধের সমর্থন কিংবা বিরোধিতা, কোনওটায় শোনা যায়নি জিটিএ চিফ অনীত থাপার কন্ঠে। তিনি বলেন, “বনধের বিষয়ে আমি কোনও মন্তব্য করব না।’ বনধকে কেন্দ্র করে নতুন করে যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেদিকে নজর রাখছে প্রশাসন। এখনও পর্যন্ত অশান্তির কোনও খবর পাওয়া যায়নি।
একদিকে বৃষ্টি আবার তার উপর বন্ধ দু’য়ে মিলে কার্যত শুনশান পাহাড়। তার ফলে বিপাকে পর্যটকরা। এর আগে গত ২০১৭ সালে বন্ধে স্তব্ধ হয়ে যায় পাহাড়। বস্তুত, পৃথক গোর্খা ল্যান্ড সহ বিভিন্ন দাবিতে ৬ বছর আগে কথায় কথায় বনধ ডাকা হত পাহাড়ে। দিনের পর দিন অবরুদ্ধ থাকতো এলাকা। বাসিন্দারা বলছেন, যাই হোক কোনও অবস্থাতেই যেন বনধের পুরনো ওই দিন আর ফিরে না আসে।