স্বার্থপরতার আরও এক নজির তৈরি হল যোগীর রাজ্য উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। সোমবার সেখানে এক যুবককে রাস্তার উপরে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল দু’জনের বিরুদ্ধে। আশ্চর্যের বিষয় হল— চোখের সামনে এক যুবককে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেও এগিয়ে এলেন না কেউ! পাশ দিয়ে হেঁটে, সাইকেলে, মোটরসাইকেলে, গাড়িতে লোক যাচ্ছে। কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। কেউ একবারের জন্যও উন্মত্ত দু’জনকে থামাচ্ছে না। বরং কয়েকজন ঘটনাস্থলের খুব কাছে এসে ছবি ও ভিডিও তুলে নিচ্ছে। যাতে সোশ্যাল মিডিয়ায় এই নারকীয় ঘটনার ফুটেজ তুলে ধরা যায়!
নিহত যুবকের নাম অজয়। তাঁকে খুন করার পর পালিয়ে যায় দুই অভিযুক্ত গোবিন্দ–অমিত। কিন্তু কেন খুন হতে হল অজয়কে? নিহতের ভাই সঞ্জয়ের দাবি, তাঁর ও গোবিন্দর মধ্যে একটি ফুলের দোকান করা নিয়ে গণ্ডগোল শুরু হয়েছিল। ক্রমে বিষয়টা এমন জায়গায় গড়িয়ে যায়। শেষপর্যন্ত অজয়কে খুন করে গোবিন্দ। ঘটনায় কাঠগড়ায় পুলিশের ভূমিকাও। সঞ্জয় জানান, কয়েকদিন আগেই তিনি পুলিশের দ্বারস্থ হন। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কিন্তু নড়েচড়ে বসেনি পুলিশ। খুনের পরে অবশ্য পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তদন্ত শুরু হয়েছে।
দিনের আলোয়, প্রকাশ্য রাস্তায় একটি কমবয়সী ছেলেকে লোহার রড দিয়ে পিটিয়ে মেরে ফেলল দু’জন। রক্তে ভেসে গেল রাস্তা। সোশ্যাল মিডিয়াতেই উঠল সেই ভিডিও’র ফুটেজ। উত্তরপ্রদেশের আইনকানুন নিয়ে প্রশ্ন তুলে দিল। অজয় কুমার নামে ২৩ বছরের ছেলেটিকে লোহার রড দিয়ে মাঝ রাস্তায় পিটিয়ে মেরে ফেলল গোবিন্দ শর্মা অমিত কুমার নামের দু’জন। তাঁদের দু’জনেরও বয়স যথাক্রমে ২১ ও ২২ বছর।
যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, দুই অভিযুক্ত লাঠি দিয়ে পিটিয়ে খুন করছে অজয়কে। অসহায় যুবকটি রাস্তার মাঝপথে পড়ে রয়েছে। সারা দেহ ভেসে যাচ্ছে রক্তে। সে একেবারে অচেতন না হওয়া পর্যন্ত আক্রমণ চালিয়ে যায় অভিযুক্তরা। আর এই পুরো সময় পাশ দিয়ে চলে যান বহু পথচারী। সাইকেল, গাড়িতে করেও বহু মানুষ যে যার গন্তব্যে চলে যান উদাসীন ভঙ্গিতে। গোটা ঘটনা ক্যামেরাবন্দিও করে রাখেন কেউ। কিন্তু একবারও কেউ অভিযুক্তদের বাধা দেননি।