আন্তর্জাতিক

টিকা নেওয়ার পরই ২৩ জনের মৃত্যু

করোনা টিকা নেওয়ার পরই একের পর এক মৃত্যু হল নরওয়েতে। এখনও পর্যন্ত সংখ্যাটা ২৩ জনের। তবে তা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। নরওয়ে জুড়ে এখন তাই ভ্যাকসিন আতঙ্ক। যদিও নরওয়েতে বিতর্কের কেন্দ্রে ফাইজার ভ্যাকসিন। উল্লেখ্য, ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই নরওয়েতে টিকাদান পর্ব শুরু হয়েছিল।
নরওয়ের স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, প্রথম ধাপে যাঁরা টিকা নেন, তাঁদের মধ্যেই ২৩ জনের মৃত্যু হয়েছে। ভ্যাকসিন নেওয়ার পর থেকেই তাঁদের নানা শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে, পরে গুরুতর আকা নেয়। নরওয়ে সরকারের বক্তব্য, এক্ষেত্রে অসুস্থ ও বয়স্কদের টিকা নেওয়া বেশ ঝুঁকিপূর্ণ। ভ্যাকসিনের বেশকিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রেই।
উল্লেখ্য, আজ গোটা দেশজুড়ে শুরু গণ টিকাকরণ। প্রথম পর্যায়ে প্রায় ৬ লক্ষ ৮৯ হাজার টিকার ডোজ পাঠিয়েছে কেন্দ্র। যার মধ্যে কলকাতা পেয়েছে প্রায় ৯৪ হাজার ভ্যাকসিন। করোনার বিরুদ্ধে টিকাকরণের প্রথম দিনে তাই উত্‍সাহ–উদ্দীপনা চরমে।