আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

স্কুলে ক্লাস চলাকালীন বিল্ডিং ধসে নিহত ২২ শিক্ষার্থী!

স্কুলে ক্লাস চলাকালীন বিল্ডিং ধসে প্রাণ হারাল ২২ শিক্ষার্থী। ধ্বংসস্তূপের নিচে আরও প্রায় শতাধিক পড়ুয়ার আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাদের সন্ধানে সন্ধানে জোর কদমে চলছে উদ্ধারকাজ।

শুক্রবার নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে একটি দ্বিতল স্কুলের ভবন ধসে পড়লে নিহত হয় ২২ শিক্ষার্থী। প্লাটো রাজ্যের বুসা বুজি সম্প্রদায়ের সেইন্টস একাডেমি স্কুলটিতে ক্লাস করতে আসার কিছুক্ষণ পরেই ভবন শিক্ষার্থীদের উপর ভেঙে পড়ে। এইসব শিক্ষার্থীর বেশিরভাগেরই বয়স ১৫ বছর বা তার কম।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে মোট ১৫৪ জন শিক্ষার্থী আটকা পড়েছে। তবে প্লাটো পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো পরে জানান, তাদের মধ্যে ১৩২ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি তিনি নিশ্চিত করেন, ঘটনায় ২২ জন শিক্ষার্থী নিহত হয়েছে।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ধসের পরপরই ঘটনাস্থলে উদ্ধারকর্মী, স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আটকে পড়া শিক্ষার্থীদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।

এদিকে এই দুর্ঘটনার জন্য বিল্ডিংটির দুর্বল কাঠামো ও নদীর তীরের কাছে অবস্থানকে দায়ী করা হচ্ছে। একই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্ত করে আপাতত বন্ধ রাখার কথা বলা হয়েছে প্রশাসনের তরফে।