বাংলাদেশ

মসজিদ বিস্ফোরণে মৃত্যু বেড়ে ২১

নমাজ প্রার্থনার সময় মসজিদের ভেতরে এসির বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ৩৭ ব্যক্তি অগ্নিদগ্ধ হন। তাদের মধ্যে শনিবার ১২ জনের মৃত্যু হয়েছিল। আর রবিবার মোট মৃত্যুর সংখ্যাটা দাঁড়াল ২১। অর্থাৎ একরাতে মৃত্যু হল আরও ৯ জনের। এমনকী মারা গিয়েছেন মসজিদের অগ্নিদগ্ধ ইমাম আবদুল মালেক (৬০)। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিত্‍‌সাধীনদের মধ্যে অনেকেরই অবস্থা সংকটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় সূত্রে খবর, রাজধানীর অদূরে শিল্পাঞ্চল নারায়ণগঞ্জের ফতুল্লায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মসজিদের ফ্লোরের ভেতর দিয়ে এসির পাইপ গিয়েছিল। সেখানে লিকেজের কারণেই এমন মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে যাঁরা চিকিত্‍‌সাধীন, তাঁদের প্রায় সকলেরই শরীরের কমপক্ষে ৩০ শতাংশ দগ্ধ। ৫০০ বেডের এই বিশাল আধুনিক হাসপাতালটি দেশের দগ্ধ–সহ সংশ্লিষ্ট রোগের চিকিৎসার এক মাইলফলক হিসেবে বাংলাদেশে বিবেচিত। এখানের প্লাষ্টিক সার্জারি বিভাগে রয়েছে বিশেষ চিকিৎসক। দুর্ঘটনায় চেহারা বিকৃত হয়ে যাওয়া–সহ অঙ্গপোড়া রোগীর সফল চিকিৎসার খ্যাতি রয়েছে হাসপাতালটির।
পুলিশ সূত্রে খবর, মসজিদের ৬টি বাতানুকূল যন্ত্রেই বিস্ফোরণ ঘটে। যে কারণে হতাহতের সংখ্যা এত বেড়েছে। এখনও ৫০ জন অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। শুক্রবার রাত পৌনে ৯টা নাগাদ ফতুল্লার ওই মসজিদে পরপর বিস্ফোরণের শব্দ কেঁপে ওঠে এলাকা। মসজিদে সবেমাত্র তখন নমাজপাঠ শেষ হয়েছে। স্পার্কিং থেকে প্রথমে একটি এসিতে বিস্ফোরণ ঘটে। তারপর সবগুলিতেই আগুন লেগে যায়।
ঘটনার পর মধ্যরাতে প্রথম মৃত্যু হয় জুয়েল নামের এক শিশুর। এরপর রাতে ও সকালে অন্যদের মৃত্যু হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের লোকাল স্টাফদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন মসজিদ কমিটির সভাপতি। তাঁর অভিযোগ মসজিদ ভবনে গ্যাস লিকেজ হচ্ছিল। তিতাসের স্থানীয় আধিকারিকদের জানালে, ৫০ হাজার টাকা ঘুষ চায়।