ব্রেকিং নিউজ রাজ্য

21 July Preparation: শহীদ দিবসের সমাবেশের জন্য জারি ৯ দফা নির্দেশিকা

দীর্ঘ দু’বছর পর কলকাতার ভিক্টোরিয়া হাউজ়ের সামনে ২১ জুলাইয়ের সমাবেশ করবে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই সমাবেশ নিয়েই রবিবার বৈঠক ছিল দলের নেতৃত্বের। সমাবেশ সফল করতে কর্মীদের ন’দফা নির্দেশ দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

জানা গিয়েছে,দলের কর্মী সমর্থকদের তরফে কর্মসূচির প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের প্রত্যেক জেলায় বুথ স্তর থেকে প্রস্তুতি শুরু করার নির্দেশও দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

এই ন’দফা নির্দেশিকায় বলা হয়েছে, এবছর শহিদ দিবসের ছবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারও ছবি ব্যবহার করা যাবে না। শীর্ষ নেতৃত্ব সিডি পাঠাবে। সিডিতে দেওয়া ছবি অনুযায়ী ফ্লেক্স তৈরি ও দেওয়াল লিখন লিখতে হবে। এমনকী প্রচারে কোনও ব্যক্তির নাম দেওয়া যাবে না। নিজের এলাকার সংগঠনের নাম লিখতে হবে। রাজ্যের প্রত্যেক ব্লকে ২১ জুলাইয়ের বর্ধিত প্রচারসভা করতে হবে। পাশাপাশি প্রত্যেক অঞ্চল বা ওয়ার্ডে কর্মিসভা করতে হবে। প্রত্যেক অঞ্চল বা ওয়ার্ডে বিভিন্ন জায়গায় ওইদিন পথসভা করতে হবে। প্রত্যেক বুথে কমপক্ষে দুটি করে দেওয়াল লিখন লিখতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে যে,প্রতিদিনের কর্মসূচির ছবি জেলা সভাপতির হোয়াটসঅ্যাপ গ্রুপে কর্মীদের পাঠাতে হবে। এছাড়াও প্রত্যেক শাখা সংগঠন ও বিধায়কদের সমন্বয়ে ঐক্যবদ্ধ ভাবে কর্মসূচি পালন করার নির্দেশিকাও জারি করা হয়েছে।