তৃণমূলের শহিদ দিবসের সভা মঞ্চ থেকে বিরোধিদের নানান ইস্যুতে বিদ্ধ করলেন তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই তিনি বাম আমলের কথা তুলে শাসক দলের নামে শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগের পালটা জবাব দেন।
এই সভা মঞ্চ থেকেই বাংলা ভাগের চক্রান্তকে নিয়ে বিজেপিকে এক হাত নিয়ে তিনি বলেন, মহারাষ্ট্রের সরকারকে ফেলে বিজেপির শান্তি হয়নি। এরপর বাংলা ভাঙতে চায় বিজেপি । দেশের নানান খাদ্য দ্রব্যের ওপরে কেন্দ্রের কর বা জিএসটি বসানো নিয়েও কেন্দ্রকে নিশানা করেন।
শহিদ দিবসের মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমো বলেন বামফ্রন্টের আমলে কি দুর্নীতি হয়েছে তা সবার জানা। বামেদের কটাক্ষ করে প্রশ্ন ছুঁড়লেন, “আপনাদের আমলে কত চাকরি দিয়েছিলেন?”
২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে ২১ এর মঞ্চ থেকেই ২৪ এর দিল্লি চলোর ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার শহিদ দিবসের মঞ্চ থেকেই কর্মী সমর্থকদের দলীয় কর্মীদের জনসংযোগের ওপর জোর দেওয়ার বার্তা দেন মমতা। ২৪ এর লোকসভা ও পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে তৃণমূল সুপ্রিমো জনসংযোগের উপর বেশি জোর দিয়েছেন বলেই ধারণা রাজনৈতিক মহলে।