আগামীকাল ২১ জুলাই, তৃণমূলের শহীদ দিবস। মহামারীর রেশ কিছুটা কাটিয়ে দীর্ঘ দু’বছর পর ফের শহীদ দিবস উপলক্ষ্যে প্রকাশ্য সমাবেশ হবে। সেই কারণে নিরাপত্তায় বাড়তি জোর দিচ্ছে কলকাতা পুলিশ।
২১ জুলাই শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বৃহস্পতিবার মোট ২১ ঘণ্টা কলকাতায় যান নিয়ন্ত্রণ করা হবে। ওইদিন ভোর ৪ টে থেকে রাত ১ টা পর্যন্ত বন্ধ থাকবে একাধিক রাস্তা। একাধিক জায়গায় রুট পরিবর্তন করে ঘুরিয়ে দেওয়া হবে গাড়িগুলিকে। কোনও কোনও রুটে আবার একমুখী যান চলাচল করবে। ট্রাম দাঁড়ানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ওইদিন ভোর ৩ টে থেকে কলকাতায় পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
জানা গিয়েছে, শহীদ দিবস উপলক্ষ্যে শহর কলকাতায় সাড়ে চার হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবে। শহরের নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের ৩০ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক। পাশাপাশি ৭০ জন অতিরিক্ত কমিশনারও থাকবেন। এছাড়াও ১৫০ জন ইনস্পেক্টর সহ ৭৫০ জন পুলিশ আধিকারিক থাকবেন। অন্যদিকে শহরের বাকি অংশে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন প্রায় তিন হাজার পুলিশকর্মী। হাওড়া ব্রিজ, শিয়ালদহ, কলকাতা স্টেশন, হাজরা, পার্ক সার্কাস সেভেন পয়েন্টে পুলিশি ব্যবস্থা থাকবে। তৈরি থাকবে তিনটি কুইক রেসপন্স টিম। এছাড়া, সভামঞ্চের আশপাশের এলাকাকে একাধিক অঞ্চলে ভাগ করা হয়েছে এবং প্রতিটি জোনে একজন করে ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক থাকবেন।
উল্লেখ্য, মঙ্গলবারই ধর্মতলায় সভাস্থল ঘুরে দেখেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। খতিয়ে দেখেন গোটা নিরাপত্তা ব্যবস্থা।