ফের T20 বিশ্বকাপ হবে ২০২৬ সালে। শ্রীলংকা ও ভারতের যৌথ আয়োজনে উপমহাদেশে ফিরবে বিশ্বকাপ। সেটাও হবে এবারের মতোই ২০ দলের অংশগ্রহণে। আয়োজক ও বছর চূড়ান্ত হয়ে গেলেও এখনও তারিখ নির্ধারিত হয়নি।
শ্রীলঙ্কা ও ভারত আয়োজক হিসেবে যোগ্যতা অর্জন করে নিয়েছে টুর্নামেন্টে খেলার। সদ্য শেষ হওয়া নবম আসরে সুপার এইট খেলা ভারত সহ বাকি ৬ দলেরও চূড়ান্ত হয়ে গেছে টুর্নামেন্টে খেলা। বাকি দল হল, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।