রবিবার আইপিএল ফাইনালে অন্যতম সেরা আগ্রাসী দল
সানরাইজার্স হায়দরাবাদকে হেলায় হারিয়ে ২০২৪ IPL চ্যাম্পিয়ন হল KKR। হায়দরাবাদের বিরুদ্ধে একেবারে হেসেখেলে এত সহজ জয় ছিনিয়ে নেবে কলকাতা নাইট রাইডার্স, নিজেরাও হয়তো ভাবেননি শ্রেয়স আইয়ারর। কিন্তু আইপিএলের ফাইনালে সহজতম ম্যাচ জিতে তৃতীয় বার চ্যাম্পিয়ন হল KKR। সেই সঙ্গে তারা করে ফেলল একাধিক রেকর্ড।
ফাইনালে টস জিতে সানরাইজার্স হায়দরাবাদ প্রথমে ব্যাটিং করার নেয়। কিন্তু শুরু থেকেই তারা ব্যাটিং বিপর্যের মুখে পড়ে। মুখ্যত, এদিন হায়দরাবাদের ব্যাটিংই তাদের ডোবাল। ১৮.৩ ওভারে মাত্র ১১৩ রানে অলআউট হয়ে যায় সানরাইজার্স। সেই রান তাড়া করতে নেমে সহজ জয় ছিনিয়ে নেয় KKR। ১০.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৪ রান করে ফেলে KKR। ৫৭ বল বাকি থাকতেই তারা জয় ছিনিয়ে নেয়। সেই সঙ্গে করে ফেলে একাধিক নজির।
৫৭ বল বাকি থাকতে জয়। আইপিএলের ইতিহাসে কোনও নকআউট ম্যাচে সবচেয়ে বড় জয়ের নজির। এটি এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে ফাইনালেও সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নজিরও এটি।