খেলাধুলা ব্রেকিং নিউজ

ব্যালন ডি’অর ২০২৪: কে কোন শিরোপা পেলেন?

সর্বকালের সেরা ফুটবলার কে? সেটা নিয়ে তর্কবিতর্ক হতে পারে অনেক। কেউ পেলেকে বেছে নেন, কারও পছন্দ আবার দিয়েগো মারাদোনা। কারও পছন্দের শীর্ষে লিওনেল মেসি, কেউ আবার বলতে পারেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথা। এমনকি ইয়োহান ক্রুইফ, জিনেদিন জিদান কিংবা রোনাল্ডো নাজারিওর নামও যদি কেউ নেন, সেটা বিস্মিত হওয়ার মতো কিছু নয়। ব্যক্তিগত পছন্দের নিরিখেই মূলত নির্ধারিত হয় এই শ্রেষ্ঠত্ব।

তবে কেউ চাইলে শ্রেষ্ঠত্বের মানদণ্ড হিসেবে বলতে পারেন ব্যালন ডি’অরের কথা। প্রতিবছর ফুটবলে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের স্মারক তো এটিই। এই ট্রফি হাতে উঁচিয়ে ধরাই তো অনেক ফুটবলারের আরাধ্য।

এবছর রিয়াল মাদ্রিদের বয়কটে কিছুটা হলেও রং হারানো রাতে শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রির হাতেই উঠল ব্যালন ডি’অর। প্যারিসে রদ্রির মতো আর কে কে ট্রফি হাতে নিতে পারলেন? জেনে নিন।

• ছেলেদের ব্যালন ডি’অর:
রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)

• মেয়েদের ব্যালন ডি’অর:
আইতানা বোনমাতি (স্পেন, বার্সেলোনা)

• মেন্স ইয়োহান ক্রুইফ ট্রফি (ছেলেদের বর্ষসেরা কোচ):
কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)

• উইমেন্স ইয়োহান ক্রুইফ ট্রফি (মেয়েদের বর্ষসেরা কোচ):
এমা হেইস (চেলসি, যুক্তরাষ্ট্র)

• গার্ড মুলার ট্রফি (সর্বোচ্চ গোলদাতা):
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, পিএসজি)

হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন)

• লেভ ইয়াশিন ট্রফি (বর্ষসেরা গোলকিপার):
এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা, আর্জেন্টিনা)

• রেমন্ড কোপা ট্রফি (বর্ষসেরা তরুণ খেলোয়াড়):
লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)

• সক্রেটিস পুরস্কার (দাতব্য কাজ):
হেনি হেরমোসো (স্পেন, তাইগ্রেস)

• ছেলেদের বর্ষসেরা ক্লাব:
রিয়াল মাদ্রিদ

• মেয়েদের বর্ষসেরা ক্লাব:
বার্সেলোনা