রাজ্য লিড নিউজ

চাকরির দাবিতে ফের পথে ২০১৪ টেট উত্তীর্ণরা, পুলিশের সাথে ধস্তাধস্তি

২০১৪ টেট উত্তীর্ণদের আন্দোলন অব্যাহত। সোমবার করুণাময়ী মেট্রো স্টেশন থেকে এপিসি ভবন পর্যন্ত অভিযানে নামেন ২০১৪ সালের টেট উত্তীর্ণরা। তাঁদের একটাই দাবি, চাকরি দিতে হবে। আদালতে মামলা হচ্ছে, রায় হচ্ছে। চাকরিও পেয়েছেন অনেকে। তবে অনেকেই আবার এখনও চাকরি পাননি। দ্রুত কাজে নিয়োগের দাবিতে বিক্ষোভ অভিযানে নামেন তাঁরা।

করুণাময়ী মেট্রো স্টেশন থেকে মিছিল এগোতেই পথ আটকায় কলকাতা পুলিশ। চাকরিপ্রার্থীরা তাঁদের টপকে সামনের দিকে এগনোর চেষ্টা করেন। তখনই উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। অনেকেই অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড গরমে ধস্তাধস্তিতে রাস্তায় পড়ে যান অনেকে। তাঁদের চোখেমুখে জল দেওয়া হয়। আরও পুলিশ এলাকায় চলে আসে। এই মুহূর্তে চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন পুলিশ কর্মীরা।