২০১৪ সালের প্রাথমিক টেট নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই রিপোর্টে ব্যাপক বেনিয়মের কথা উল্লেখ করা হয়েছে। নকল ওয়েবসাইট তৈরি করে বাইরের লোক নিয়োগ, ফেল করাদের পাস হিসেবে দেখিয়ে নিয়োগ-সহ একাধিক অভিযোগ তোলা হয়েছে CBI-এর তদন্তে। কী ভাবে বেআইনি নিয়োগ হয়েছে তার তথ্য বিচারপতি মান্থার এজলাসে তুলে দিয়েছে সিবিআই।
মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সংসদের বক্তব্য জানানোর কথা ছিল। এদিন আরও প্রার্থী মামলায় যুক্ত হওয়ার আবেদন জানান। আদালত সবাইকে মামলায় যুক্ত হওয়ার অনুমতি দিয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের টেট পরীক্ষার উপর ভিত্তি করে চার দফায় প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছে। এই টেট মামলা যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে এর উপর ভিত্তি করে হওয়া সব নিয়োগ মামলা অস্তিত্ব হারাবে। ফলে প্রাথমিকে যে ৭০ হাজার শিক্ষক নিয়োগ হয়েছে, তাদের ভবিষ্যত অনিশ্চিত হবে বলে মনে করছেন আইনজীবীরা। ফের আট সপ্তাহ পরে মামলার শুনানি। তার আগে সব পক্ষকে হলফনামা দিতে হবে বলে জানিয়েছে আদালত।