Accident on the train line again. This time the scene is Birbhum. However, 20 workers survived the quake. 20 Indigenous workers were walking along the railway bridge between Nalhati and Swadhinpur railway stations in Birbhum.
জেলা রাজ্য

প্রাণে বাঁচলেন ২০ জন পরিযায়ী শ্রমিক

ফের ট্রেন লাইনে দুর্ঘটনার হাতছানি। এবার ঘটনাস্থল বীরভূম। তবে বরাত জোড়ে প্রাণে বেঁচে গিয়েছেন ২০ জন শ্রমিক। বীরভূমের নলহাটি এবং স্বাধীনপুর রেল স্টেশনের মাঝে রেলব্রিজ ধরে হেঁটে ফিরছিলেন ২০ জন আদিবাসী শ্রমিক। চাষের কাজে গিয়েছিলেন ওই দলটি। তাঁদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশু ছিল। ঝাড়খণ্ডের বারহারওয়ার বাসিন্দা ২০ জনের ওই শ্রমিকের দলটি বর্ধমান থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
রেলপথ ধরে প্রায় ১২০ কিলোমিটার হেঁটে বাড়ি ফিরছিলেন তাঁরা। তখন একটি বগিযুক্ত ইন্সপেকশন ইঞ্জিন চলে আসে। চালকের নজরে আসায় দ্রুত ব্রেক কষেন চালক। সময়মতো ব্রেক কষায় বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান শ্রমিকরা। কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে এতটা পথ হেঁটে ফিরছিল শ্রমিকরা? আবারও প্রশ্নটা উঠতে শুরু করেছে।
উল্লেখ্য, শুক্রবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ঔরঙ্গাবাদে। মালগাড়ির ধাক্কায় ১৬ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। ওই শ্রমিকরা একটি স্টিল প্ল্যান্টে কাজ করতেন। লকডাউনে আটকে পড়েছিলেন তাঁরা। বাড়ি ফিরতেই একসঙ্গে রেললাইন ধরে ৬৫ কিলোমিটার হেঁটেছিলেন। ভোররাতে ঔরঙ্গাবাদের কর্মাদ সংলগ্ন এলাকায় লাইনের ওপরেই ঘুমিয়ে পড়েন তাঁরা।