দেশ ব্রেকিং নিউজ

করোনায় কুড়ি লক্ষ পার

মুখে আনলকের কথা বলা হলেও ঠেকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে ভারতে একদিনেই করোনায় আক্রান্ত হলেন ৬০ হাজারের বেশি মানুষ। তার জেরে দেশে আক্রান্তের সংখ্যা কুড়ি লক্ষের গণ্ডি পেরিয়ে গেল। ভারত এবার বেশি গতির সঙ্গেই এগিয়ে চলেছে কোভিড কাপে এক নম্বর স্থান দখল করতে। পরিস্থিতি যে ঘোরালো হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে ভারতে মোট করোনা–রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ২৭ হাজার ৭৪। তার মধ্যে সক্রিয় রোগী রয়েছেন জন ৬ লক্ষ ৭ হাজার ৩৮৪। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪১,৫৮৫। এই সংখ্যা কমানোর কোনও পদক্ষেপ করতে দেখা যাচ্ছে না কেন্দ্রীয় সরকারের পক্ষে। উলটে আনলক ৩–এর দিকে এগোচ্ছে দেশ। ফলে এই সংখ্যা কোথায় গিয়ে থামবে তা বলা যাচ্ছে না।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২,৫৩৮ জন। মৃত্যু হয়েছে ৮৮৬ জনের। দেশের মধ্যে আবার চড়চড় করে বাড়ছে মহারাষ্ট্রের আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১১,৫১৪ জন। যা এই রাজ্যের ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ। অন্যদিকে মহারাষ্ট্রের পাশাপাশি, অন্ধ্রপ্রদেশে ফের নতুন করে ১০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। কর্নাটকেও নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় সাত হাজার জন, যা এই রাজ্যের ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ। আইসিএমআরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে ৫ লক্ষ ৭৪ হাজার ৭৮৩টি নমুনার পরীক্ষা হয়েছে। ফলে বর্তমানে সংক্রমণের হার রয়েছে ৮.৯২ শতাংশ।