দক্ষিণ কাশ্মীরে পুলওয়ামা জেলায় ২০১৯ সালের ঘটনার পুনরাবৃত্তি রুখে দিল নিরাপত্তারক্ষী বাহিনী। বৃহস্পতিবার সকালে জম্মু–কাশ্মীরের পুলওয়ামায় সেনা, আধাসেনা এবং পুলিশের যৌথ তল্লাশিতে উদ্ধার হয়েছে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি। তাতে মিলেছে ২০ কেজি বিস্ফোরক। গাড়িটির চালক এখনও পলাতক। উপত্যকায় ফের পুলওয়ামার মতো হামলা হতে পারে, এই তথ্য আগেই দিয়েছিল গোয়েন্দারা। তাই প্রস্তুতও ছিলেন জওয়ানরা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাজপোরায় একটি সন্দেহজনক সান্ত্রো গাড়ি আটক করে নিরাপত্তা বাহিনী। ২০ কেজি আইইডি ভর্তি ছিল ওই গাড়িতে। সেনা, পুলিশ এবং আধাসেনার যৌথ তল্লাশিতে দুর্ঘটনা ঘটানোর আগেই উদ্ধার করা হয় ওই গাড়িটি। পুলওয়ামায় চেক পয়েন্টে তল্লাশি চলাকালীন ওই গাড়িটি ধরা পড়ে। গাড়ির কাগজপত্র দেখে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। বিপদ আঁচ করে ব্যারিকেড ভেঙে গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ায় চেষ্টা করে চালক। তবে সেই চেষ্টা সফল হয়নি। গাড়িটি ধরা পড়ে যায়।
জম্মু–কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানান, বিস্ফোরক–সহ গাড়িটিকে চালক আঘাত করার চেষ্টা করলে গুলি চালায় নিরাপত্তারক্ষীরা। এরপর গাড়ি রেখে পালিয়ে যায় চালক। বম্ব স্কোয়াডের নিরক্ষণে পরিত্যক্ত জায়গায় গাড়িটিকে বিস্ফোরণ করা হয়। বিস্ফোরণ এতটা তীব্র ছিল, বেশ কিছু ঘর–বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কয়েকদিন আগেই বড় নাশকতা হওয়ার খবর গোয়েন্দা সূত্রে তাদের কাছে আসে। নিরাপত্তারক্ষীরা গুলি চালায়। কিন্তু কোনওভাবে পালিয়ে যেতে সক্ষম হয় গাড়ির চালক। তল্লাশিতে গাড়ি থেকে বিপুল পরিমাণে আইইডি উদ্ধার হয়।
উল্লেখ্য, ২০১৯ সালে ফেব্রুয়ারিতে এই পুলওয়ামাতে সিআরপিএফ কনভয়ে বিস্ফোরক গাড়ি নিয়ে হামলা চালানো হয়। শহিদ হন ৪০ জওয়ান। এই হামলার ষড়যন্ত্র করে পাক মদতপুষ্ট জৈশ–ই–মহম্মদ। এরপরও কূটনৈতিক লড়াই শুরু হয়ে যায় ভারত–পাকিস্তানের মধ্যে। বেশ কিছুদিন ধরে নতুন করে জঙ্গি কার্যকলাপ মাথাচাড়া দিয়ে উঠেছে জম্মু–কাশ্মীরে। হিজবুল মুজাহিদিন কম্যান্ডার রিয়াজ নায়কুকে নিকেশ করা হয়।