উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ব্লকের নয়া বস্তিয়া পঞ্চায়েত এলাকায় হনুমানের তাণ্ডবে জখম ২০ জন, আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৪ জন।
হনুমানের তাণ্ডবে ঘুম ছুটেছে ওই এলাকার বাসিন্দাদের। হুনুমানের আক্রমণে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে মহিলা পুরুষ সহ চারজন ভর্তি রয়েছেন।
জানা গিয়েছে, কয়েক দিন ধরে হনুমান আচমকায় পিছন দিক থেকে আক্রমণ চালাচ্ছে। বেশি আক্রান্ত হচ্ছে বাড়ির মহিলা ও শিশুরা। হনুমানের দ্বারা আক্রান্ত হওয়ায় গোটা এলাকা জুড়ে হনুমান আতঙ্কে গভীর চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ।
এলাকার এক ঔষধ বিক্রেতা জানান, এই হনুমানটির বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য বলেন, “যত তাড়াতাড়ি সম্ভব হনুমানটিকে আমরা বন দপ্তর এর হাতে তুলে দিতে চাই। বনদপ্তর এই ব্যাপারে নজর দিক।”
জানা গেছে, ইতিমধ্যে বসিরহাট বনদপ্তরে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই এলাকার বাসিন্দারা। এলাকার শিশুরা শিক্ষকদের কাছে পড়াশোনা করতে যেতে পারছে না। নয়া বস্তি ছাড়াও কাকড়া সুতি ও ফ্লুরডাঙ্গা বেশ কয়েকটি গ্রামেও তাণ্ডব চালাচ্ছে হনুমানটি। এই ঘটনায় রীতিমতো রাতের ঘুম কেড়েছে গ্রামবাসীদের। তারা চাইছেন দ্রুত এই হনুমানটিকে খাঁচা বন্দি করুক বনদপ্তর, নচেৎ বড়সড়ো দূর্ঘটনা ঘটতে পারে।