বীরভূমের রামপুরহাটের বকটুই গ্রামে নৃশংস হত্যালীলার স্তম্ভিত গোটা বাংলা। এই গণহত্যা ও তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও অন্যান্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের মধ্যে নিহত তৃণমূল উপপ্রধানের এক ভাইও রয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দল।
বীরভূমে তৃণমূল পঞ্চায়েত প্রধান ভাদু শেখের খুনের পর অগ্নিগর্ভ রামপুরহাট। সোমবার রাতে ভাদু শেখের খুনের প্রতিবাদে ওই রাতেই বোমাবাজি শুরু হয় বগটুই গ্রামে।একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ভাদু শেখের অনুগামীদের বিরুদ্ধে।আগুনে পুড়ে মৃত্যু হয়েছে আট জনের।
রামপুরহাট অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই চাপা আতঙ্ক গ্রাস করেছে গোটা গ্রামকে। তাই প্রাণের ভয়ে পরিবারকে বাঁচাতে একের পর এক মানুষ গ্রাম ছাড়ছেন বাড়িঘর সব কিছু ছেড়ে চলে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। এমনটাই ছবি উঠে আসছে বারবার। মঙ্গলবার সন্ধ্যায় গ্রাম ছাড়লেন ভাদু শেখের পরিবার। তাদের আশঙ্কা রাতে তাদের উপরে হামলা করতে পারে দুষ্কৃতীরা। সেই ভয় গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন তারা। গ্রামের বেশিরভাগ বাড়িতেই ঝুলছে তালা। হাহাকার করছে গোটা গ্রাম।চারি দিকে যেন শ্মশানের মতন নিস্তব্ধতা।