দেশ ব্রেকিং নিউজ

জোর লড়াইয়ে নিকেশ দুই জঙ্গি

গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল শ্রীনগরের কাছে রণবীরগড় এলাকা। জঙ্গি–নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এখনও পর্যন্ত দুই জঙ্গি নিকেশ হয়েছে। পুলিশ সূত্রে খবর, শ্রীনগরের অদূরে রণবীরগড়ে শনিবার এনকাউন্টার চলে। অভিযান চালাতে গিয়ে জানতে পারা যায় ওই এলাকায় কয়েকজন সন্ত্রাসবাদী গা ঢাকা দিয়েছে। পুলিশ ও নিরাপত্তারক্ষী বাহিনী এলাকায় প্রবেশ করতেই দু’‌পক্ষের গুলি বিনিময় হয়। নিকেশ হয়েছে দুই জঙ্গি। আরও সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে কিনা তা দেখতে অভিযান জারি রাখা হয়েছে।
কাশ্মীরের আইজি বিজয় কুমার জানান, নিহত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি। তবে এখনও পর্যন্ত দুই জঙ্গির মৃত্যু হয়েছে। নিরাপত্তা বাহিনী ও কাশ্মীরের স্পেশাল অপারেশন টিমের যৌথ অভিযান শুরু হয় রণবীরগড় এলাকায়। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে ওই অভিযান চালায় সিআরপিএফ ও সেনাবাহিনী। একটি সন্দেহজনক এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। ওই অভিযান শুরু পর থেকেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তাতেই গুলির লড়াই শুরু হয়ে যায়।
উল্লেখ্য, গত সপ্তাহেই সোপিয়ানের আমসিপোড়া গ্রামে অভিযান চালিয়ে ৩ সন্ত্রাসবাদীকে নিকেশ করে সেনা ও নিরাপত্তা বাহিনী। নিহতদের মধ্যে একজন ছিল জৈশের শীর্ষস্থানীয় কমান্ডার তথা আইইডি বিশেষজ্ঞ। তবে ৩ সেনা জওয়ানও এই সংঘর্ষে জখম হয়েছেন।