ব্রেকিং নিউজ রাজ্য

স্বপ্নদ্বীপ মৃত্যু কাণ্ডে গ্রেফতার আরও ২ পড়ুয়া

স্বপ্নদীপ মৃত্যু কাণ্ডের ঘটনায় এবার গ্রেফতার আরও দুই পড়ুয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই দ্বিতীয় বর্ষের দুই পড়ুয়া দীপশেখর দত্ত এবং মনোতোষ ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। দীপশেখর যাদবপুরের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও মনোতোষ সমাজবিদ্যার দ্বিতীয় বর্ষের ছাত্র।

এর আগে ধৃত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরীকে জেরা করে এই দু’জনের নাম পায় পুলিশ। প্রথমে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। এরপরে বক্তব্যে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় তাদের।

অভিযোগ, স্বপ্নদীপের উপর ‘ইন্ট্রো’র নামে কার্যত অত্যাচার চালিয়েছিল ধৃত সৌরভের পাশাপাশি এই দু’জনও। এই ঘটনায় আরও কয়েকজনের যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। এবার একসঙ্গে ধৃত তিনজনকে জেরা করা হবে বলে জানা গিয়েছে। স্বপ্নদীপ-মৃত্যু তদন্তের কিনারা করতে মরিয়া পুলিশ।