Three terrorists were killed in clashes with security guards. On Monday morning, members of the security forces chased away three militants in Anantnag district of south Kashmir. Kashmir police sources said the militants were not identified.
দেশ লিড নিউজ

বড় হামলা উপত্যকায়, শহিদ দুই জওয়ান এক পুলিশকর্মী

জম্মু–কাশ্মীরে ফের নিরাপত্তা রক্ষীদের উপর হামলা চালাল সন্ত্রাসবাদীরা। বারামুলার এলোপাথাড়ি গুলিতে শহিদ হয়েছেন তিন কর্তব্যরত নিরাপত্তা রক্ষী। আগের দিনই শ্রীনগরের নওগাম এলাকায় জঙ্গি হামলায় শহিদ হন ২ পুলিসকর্মী। ফের তিন দিনের মাথায় জঙ্গি হামলা হল। সোমবার বারামুলা জেলায় জঙ্গি ও নিরাপত্তা রক্ষীর গুলি লড়াইয়ে মৃত্যু হল সিআরপিএফের ২ জওয়ান এবং এক পুলিশ কর্মী।
সোমবার সকালে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। সেনাবাহিনী সূত্রে খবর, সিআরপিএফ ও জম্মু–কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী ক্রিরির চেক পোস্টে টহল দিচ্ছিল। তখনই তাদের উপর অতর্কিতে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। পালটা গুলি চালাতে শুরু করে বাহিনীও। তবে পালিয়ে যেতে সক্ষম হয় সন্ত্রাসবাদীরা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দু’‌জন সিআরপিএফ কর্মী ও একজন পুলিশকর্মীর। উল্লেখ্য, গত ১৪ আগস্ট নওগ্রামে একই কায়দায় অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। রুদ্ধশ্বাস গুলির লড়াইয়ে শহিদ হতে হয় ২ পুলিশ কর্মীকে। গুরুতর আহত হন একজন।
পুলিশের ইনস্পেক্টর জেনারেল বিজয় কুমার জানান, ওই হামলায় আমরা তিনজন জওয়ানকে হারিয়েছি। ঘটনাস্থলে আরও বাহিনী পাঠানো হয়েছে। আরও সবিস্তারে পরে জানানো হবে। স্বাধীনতা দিবসেই বড় হামলা করার ছক ছিল জঙ্গিদের। কিন্তু কড়া নিরাপত্তা থাকায় কিছুই করতে পারেনি জঙ্গিরা। তাই তারপর নাশকতা করতে শুরু করেছে তারা।