পঞ্চায়েতের গণনাকেন্দ্রের সামনে থেকে দুই সিপিএম প্রার্থীকে অপহরণ করার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার আমডাঙায়। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
জানা গিয়েছে, এক সিপিএম প্রার্থীর নাম বিশ্বজিৎ সামন্ত। তিনি সন্তোষপুর ১৩৯ নম্বর বুথের প্রার্থী। অন্য সিপিএম প্রার্থীর নাম মহম্মদ কুতুবউদ্দিন। তিনি চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের ৫৭ নম্বর বুথের প্রার্থী। পরে কুতুবউদ্দিনকে উদ্ধার করা হয়েছে বলে খবর।
অন্যদিকে, পূর্ব বর্ধমানের গলসি এক নম্বর ব্লকের বুদবুদে ভোট গণনা কেন্দ্রে ঢুকতে সিপিএম প্রার্থীকে বাধা দেওয়ার অভিযোগ। সিপিএম প্রার্থী তরুণ পদ বাগদির পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি গলসি এক নম্বর ব্লকের পারাজ গ্রাম পঞ্চায়েতের রানাডি গ্রামের ১৭৪ নম্বর বুথের প্রার্থী।
শিড়রাই গ্রাম পঞ্চায়েতের পুরাতন গ্রামের কংগ্রেস সমর্থক কাজল মুন্সিকে মারধর করে পা ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গলসি এক নম্বর ব্লকের পূর্ব বর্ধমান জেলা পরিষদের ৬৫ নম্বর আসনের প্রার্থী জয়শ্রী বিষ্ণুকে পুলিশের সামনেই মেরে গণনাকেন্দ্র থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। স্ট্রংরুম থেকে তাঁর ব্যাগ এবং পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।