করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জম্মু–কাশ্মীরে মৃত্যু হল এক ব্যক্তির। এই প্রথম কাশ্মীর উপত্যকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর মিলল। হায়দারপোরা গ্রামে মৃত্যু হল ৬৫ বছরের এক বৃদ্ধের। ফলে জঙ্গির পাশাপাশি করোনা আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে ভূস্বর্গের বাসিন্দাদের।
শ্রীনগরের গর্ভনমেন্ট চেস্ট হসপিটালে তিনদিন আগেই মৃত্যু হয় এই ব্যক্তির। তাঁর করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। বৃহস্পতিবার টুইট করে এই বিষয়টি জানান শ্রীনগরের মেয়র জুনাইদ আজিম। এই নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হল।
উল্লেখ্য, ৬৫ বছরের এই মৃত ব্যক্তির সংস্পর্শে সম্প্রতি যারা এসেছিলেন, তাঁদের মধ্যে আরও চারজনের শরীরেও করোনাভাইরাস ধরা পড়েছে। এদের সবাইকে কোয়ারানটিন করা হয়েছে। জম্মু–কাশ্মীরে এখনও পর্যন্ত মোট ৭০ জন কোয়ারানটিনে রয়েছেন। তাঁদের মধ্যে সাতজন চিকিত্সকও আছেন। স্বাভাবিকভাবে উৎকন্ঠা, উদ্বেগ বেড়ে চলেছে মানুষের মধ্যে।