ব্রেকিং নিউজ রাজ্য

খাস কলকাতার বুকে ১৯টি তাজা বোমা

খাস কলকাতার বুকে পরিত্যক্ত অটো থেকে উদ্ধার হল ১৯ টি বোমা এবং অস্ত্রশস্ত্র। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কলকাতার হরিদেবপুর ৪১ পল্লী এলাকায়। ঘটনার জেরে স্বভাবতই তীব্র আতঙ্ক এবং উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

এদিন, হরিদেবপুরে ৪১ পল্লী ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা অটোর মধ্যে মিলল ১৯ টি তাজা বোমা ও একটি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি। জানা গেছে, হরিদেবপুর ৪১ পল্লী ক্লাবের পাশেই রয়েছে একটি ফাইন্যান্স কোম্পানি। সেই গ্যারেজে রয়েছে একাধিক পরিত্যক্ত অটো। ফাইন্যান্স কোম্পানির টাকা পরিশোধ করতে না পারায় বাজেয়াপ্ত করা হয়েছে সেই সবগুলিকে। সূত্র মারফত জানা যাচ্ছে, এই ফাইন্যান্স কোম্পানি এই অটোটি তুলে আনে। যার মধ্যে থেকে পাওয়া যায় বোমা, আগ্নেয়াস্ত্র। তবে অটোর মধ্যে কে বা কারা বোমা রেখেছে সেটা স্পষ্ট করে জানা যায়নি।

গ্যারেজের মধ্যে কাপড় দিয়ে মুড়ে রাখা ছিল অটোগুলিকে। শুক্রবার রাতে সেই গ্যারেজে অভিযান চালায় হরিদেবপুর থানার পুলিশ। সেই ঢেকে রাখা অটোর একটি থেকেই পাওয়া যায় বিপুল ওই অস্ত্রশস্ত্র।গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি, এই ঘটনার পর ওই এলাকা এবং সংশ্লিষ্ট ক্লাবের সকল সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করছে তদন্তকারী আধিকারিকরা।

স্থানীয় বাসিন্দাদের কথায়, এর আগে এই এলাকায় আগে কখনো এরকম কোন ঘটনা ঘটেনি। পরিবার নিয়ে ভীষণ আতঙ্কে রয়েছেন বলে জানান স্থানীয়রা। আপাত শান্ত জনবহুল এলাকার মধ্যে এত অস্ত্র কোথা থেকে এল এবং কোথায়, কারা পাচার করছিল, সবটাই খতিয়ে দেখছে পুলিস। যদিও এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়াই পাওয়া যায়নি ওই ফাইন্যান্স সংস্থার কাছ থেকে।