দেশে টিকাকরণ শুরু হয়েছে। তার মধ্যেই ১৯ জনের মৃত্যুর হয়েছে ভ্যাকসিন নেওয়ার পর। কেউ টিকাকরণের দু’একদিন পরে, কেউ বা দু’ঘণ্টার মধ্যেই মারা গিয়েছেন। প্রশ্ন উঠেছে, ভ্যাকসিনই কি এঁদের মৃত্যুর কারণ? এই ধরনের মৃত্যুর ঘটনায় আতঙ্ক বাড়ছে টিকাকরণকে কেন্দ্র করে। এই পরিস্থিতিতে এবার আসরে নামল কেন্দ্র। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, এই মৃত্যুগুলির সঙ্গে ভ্যাকসিনের কোনও সম্পর্ক মেলেনি।
সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রকের সচিব রাজেশ ভূষণ পরিষ্কার জানিয়ে দেন, করোনা ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। তাঁর দাবি, এখনও পর্যন্ত ৪৫ লক্ষ ডোজ দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে। প্রতি ১ হাজার ১৫০ জনের মধ্যে মাত্র ১ জনের ক্ষেত্রেই। কেউ মারা যাননি।
প্রশ্ন উঠছে, তাহলে যে ১৯ জনের মৃত্যু সম্পর্কে জানা গিয়েছে, তাঁদের মৃত্যু হল কীভাবে? এই বিষয়ে রাজেশ ভূষণের সাফ কথা, ‘এখনও পর্যন্ত টিকা নেওয়ার পরে ১৯ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রত্যেকেরই ময়নাতদন্ত করা হয়েছে। তিনজন চিকিৎসককে নিয়ে নিয়ে গড়া কমিটি খতিয়ে দেখেছে তাঁদের মৃত্যুর বিষয়টি। কারও মৃত্যুর সঙ্গেই টিকাকরণের কোনও যোগ মেলেনি।’ শিগগিরি ওই সমস্ত ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনা হবে দাবি তাঁর।