আন্তর্জাতিক

১৮০০ জঙ্গির নাম সরিয়ে ফেলল পাকিস্তান

করোনা আতঙ্কের সুযোগ নিয়ে জঙ্গি হিসেবে নজরদারির তালিকায় থাকা ১৮০০ জঙ্গির নাম সরিয়ে দিল পাকিস্তান। এই তালিকায় রয়েছে ২০০৮ সালে মুম্বই হামলার মাস্টারমাইন্ড জাকিউর রহমান লাকভি। পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে কোন সংস্থার আর্থিক লেনদেন রয়েছে কিনা তা খতিয়ে দেখে পাকিস্তান কাউন্টার টেররিজম অথরিটি। সেখানের খাতায় ছিল ৭৬০০ নাম। সেই সংখ্যা ৩৮০০–এর নীচে নামিয়ে আনা হয়েছে বলে দাবি করেছে ক্যাস্টেলাম নামে এক মার্কিন সংস্থা। মার্চ মাস শুরু হওয়ার পর থেকে ওই ১৮০০ নাম বাদ দেওয়া হয়েছে।
জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান কী ব্যবস্থা নিচ্ছে তা নজরদারি করছে প্যারিস অবস্থিত সংস্থা দ্যা ফাইনান্সিয়াল অ্যাকশন ফোর্স বা এফএটিএফ। এফএটিএফের সঙ্গে পরামর্শ করেই ওইসব নাম বাদ দেওয়া হয়েছে বলে ধারনা আন্তর্জাতিক মহলের।
উল্লেখ্য, এটাও মাথায় রাখতে হবে এফএটিএফের হিসেব মতো ফেব্রুরারি মাসে পাকিস্তান তাদের দেওয়া শর্তাবলীর ১৪–২৭টিই পূরণ করতে পেরেছিল। জুন মাস আবার পাকিস্তানের জঙ্গি দমনের বিষয়টি নিয়ে আলোচনায় বসবে এফএটিএফ।