বুধবার সকালে পথ দুর্ঘটনার মর্মান্তিক পরিণতি দেখল উত্তরপ্রদেশ। বারাবাঙ্কি এলাকায় প্রবল গতিতে ধেয়ে আসা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে মৃত্যু হল ১৮ জনের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কাকভোরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল যোগীরাজ্য। একটি যাত্রীবোঝাই ডবলডেকার বাসকে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা মারলে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮ জনের। পাশাপাশি ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন আরও অনেকে।
অযোধ্যা–লখনউ জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। রাম সানেহি পুলিশ স্টেশনের কাছে এই ঘটনায় শিউরে উঠেন সকলেই। পুলিশ সূত্রে খবর, ওই বাসে প্রায় ১৪০ জন যাত্রী ছিলেন। এরা সকলেই ছিলেন শ্রমিক। বিহার থেকে হরিয়ানার পালওয়াল গ্রামে যাচ্ছিলেন। উত্তরপ্রদেশের এই জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময়ই দুর্ঘটনার মুখে পড়ে বাসটি। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাটি ঘটেছে আজ, বুধবার ভোররাতের দিকে উত্তরপ্রদেশের বরাবাঁকির লখনউ-অযোধ্যা জাতীয় সড়কে। জানা গিয়েছে, ডবল ডেকার একটি বাসকে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি ট্রাক।
একাধিক যাত্রী আটকে যায় বাসে৷ ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এরপর শুরু হয় উদ্ধারকাজ৷ বাসের নীচেও চাপা পড়ে যান অনেকে। লখনউ অ্যাসিস্টেন্ট ডিরেক্টর জেনারেল অফ পুলিস এস এন সবত বলেন, ‘রাতের এই দুর্ঘটনায় বিহার থেকে আসা ১৮ জন যাত্রীর মৃত্যু হয়েছে। এরা দ্বারভাঙা, সীতামারি এলাকার বাসিন্দা ছিলেন।’
আজ, বুধবার ভোররাতে দ্রুত গতিতে আসা একটি ট্রাক বাসটির পিছনে সজোরে ধাক্কা মারে। তার জেরেই মৃত্যু হয় শুয়ে থাকা ওই যাত্রীদের। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে মৃতদেহগুলি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে যায়। ঘটনাস্থলে ১৮ জনের প্রাণহীন দেহ মিলেছে। আর মৃতদের সকলেই বিহারের বাসিন্দা। এবং সকলেই পরিযায়ী শ্রমিক। হরিয়ানায় কাজ করতেন।